ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, জানুয়ারি ২২, ২০১৮
নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা নীলক্ষেত মোড় এলাকা দেখানো হয়েছে ম্যাপে।

ঢাকা: রাজধানীর নীলক্ষেত মোড় সড়কটি অবরোধ করে রেখেছেন নিউমার্কেটের একতলার ব্যবসায়ীরা।

সোমবার (২২ জানুযারি) দুপুর ২ টা থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় সড়ক অবরোধ করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনাস উদ্দিন বাংলানিউজকে বলেন, নিউমার্কেটকে দ্বিতল করার সিটি কর্পোরেশনের সিদ্ধান্তের প্রতিবাদেই মার্কেটের একতলার ব্যবসায়ীরা দুপুর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।


মার্কেট দোতলা না করার দাবিতে এবং সিটি কর্পোরেশনের নানা অনিয়মের প্রতিবাদে স্লোগান দিচ্ছেন তারা।

তিনি জানান, সড়ক অবরোধ করার কারণে নীলক্ষেত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আশপাশের পুরো এলাকা স্থবির হয়ে আছে।   অবরোধ এখনো চলছে।
বাংলাদেশ সময়:১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসজেএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।