ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন ঢাবিছাত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১২, জানুয়ারি ২২, ২০১৮
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন ঢাবিছাত্র

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারিয়েছেন শফিকুল ইসলাম শান্ত (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র।

সোমবার (২২ জানুয়ারি) সকালে শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শান্ত সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে এবং ঢাবির গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বাংলানিউজকে জানান, সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে ছেড়ে দেওয়ার সময় ওঠার চেষ্টা করেন শান্ত। এসময় পা পিছলে ট্রেন থেকে পড়ে যান তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তার দুই পা দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।