ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জানুয়ারি ২১, ২০১৮
ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

পাবনা​: পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- শহরের নিউকলোনি ফতেহমোহাম্মদপুর এলাকার সুলতান কাজীর ছেলে মোস্তফা আলম মোস্তফা (৪২), ও আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩৫)।  

রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ফতেহমোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে শহরের নিউকলোনি ফতেহমোহাম্মদপুর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বেচার সময় মোস্তফাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আলমগীরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় তারা ইয়াবা বিক্রি করে আসছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) ৯ (খ) ধারায় মামলা দায়ের করে সোমবার (২২ জানুয়ারি ) সকালে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।