ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজনগরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫২, জানুয়ারি ২১, ২০১৮
রাজনগরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেলের ধাক্কায় আলী আহমদ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আহমদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।

তিনি পেশাগত কারণে রাজনগরে বসবাস করতেন।

রাজনগর থানার ওসি (তদন্ত) মো. আবু তাহের বাংলানিউজকে জানান, সকালে কলেজ পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন আলী আহমদ। এসময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল (মৌলভীবাজার হ:১১-৯০১১) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।