ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে বেকারিতে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২২, জানুয়ারি ২১, ২০১৮
সিলেটে বেকারিতে অগ্নিকাণ্ড

সিলেট: সিলেটের বিয়ানীবাজার পৌরশহর উপজেলা পয়েন্টের একতা বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পর বেকারিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে বেকারির মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে বিয়ানীবাজার দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে ধারণা দমকল বাহিনীর কর্মীদের।  

বেকারি মালিক সাইদুজ্জামান টিটু জানান, আগুনে দোকান পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।