ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

আখাউড়া স্থলবন্দরে ১৮০০পিস ইনজেকশন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ১৮, ২০১৮
আখাউড়া স্থলবন্দরে ১৮০০পিস ইনজেকশন জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১৮০০পিস ভারতীয় ইনজেকশন জব্দ করেছে স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ (কাস্টমস)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে ইনজেকশনগুলো জব্দ করা হয়।  

জানা যায়, ইনজেকশনগুলো আখাউড়া উপজেলার কালিকাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে ইমরান হোসেনের।

স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা ইমরান কবির বাংলানিউজকে জানান, বিকেলে ইমরান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরছিলেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে তিনি পালিয়ে যান। এসময় কাস্টমস সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১৮০০ পিস ভারতীয় ইনজেকশন জব্দ করে। তার ব্যাগে কোনো প্রেসক্রিপশন ছিল না।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।