ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, জানুয়ারি ১১, ২০১৮
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স

চাঁদপুর: চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসায় বিভিন্নস্থানে পাঠানোর সুবিধার্থে নতুন অ্যাম্বুলেন্স দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। এর আগে ২ জানুয়ারি মন্ত্রণালয় থেকে অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হোসনেয়ারা, সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম, বিএমএ’র সভাপতি ডা. নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাছুম ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।