ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

বীরগঞ্জে ৩ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, ডিসেম্বর ১৭, ২০১৭
বীরগঞ্জে ৩ মাদক বিক্রেতা আটক র‌্যাবের জালে আটক তিন মাদক বিক্রেতা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা। 

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুরাতন পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- উপজেলার সুজালপুর এলাকার মো. লতিফের ছেলে মো. সোহেল (৩০), উত্তর সুজালপুর এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে মো. সালাম ওরফে জসিম (২৯) ও উপজেলার গোরস্থানপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩২)।

র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ এক হাজার ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মেজর তালুকদার।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।