ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

পাবনায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, ডিসেম্বর ৭, ২০১৭
পাবনায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

পাবনা: চাঁদা না পেয়ে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক আব্দুর রবকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা শহরের দিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

আব্দুর রব পাবনা মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, কয়েকদিন ধরে দিলালপুর এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আব্দুর রবের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

এই বিষয়ে এখনো লিখিত অভিযোগ আসেনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সন্ত্রসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।