ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বানিয়াচংয়ে স্কুলের লাইব্রেরিয়ানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ডিসেম্বর ৭, ২০১৭
বানিয়াচংয়ে স্কুলের লাইব্রেরিয়ানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গায় অস্ত্রসহ অংশগ্রহণ এবং পুলিশকে অসহযোগিতা করার দায়ে সেলিম মিয়া তালুকদার নামে এক স্কুলের লাইব্রেরিয়ানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে বানিয়াচংয়ের সহকারী কমিশনার ভূমি ছাব্বির আহমেদ আকুঞ্জি এ জরিমানা করেন। সেলিম মিয়া বানিয়াচং উপজেলার সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান।

ছাব্বির আহমেদ আকুঞ্জি বাংলানিউজকে বলেন, দুপুরে হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পাশের গ্রামে দু’পক্ষের সংঘর্ষে বাধে। এসময় সেলিম মিয়া পরীক্ষার ডিউটি ফেলে রেখে ফিকল ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইল সেলিম পুলিশকে অসহযোগিতা করেন। পরে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭৬১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ