ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হিরোইনসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, ডিসেম্বর ৭, ২০১৭
গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হিরোইনসহ আটক ২ এপিবিএন'র হাতে আটক দুই মাদক ব্যবসায়ী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বগুড়া জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মৃত রেজাউল হকের ছেলে মানিক (৪০) ও একই গ্রামের মন্জুর রহমানের ছেলে নাজিম।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালায় এপিবিএন’র সদস্যরা। এসময় মানিকের কাছে ২শ' গ্রাম ও নাজিমের কাছে ৩শ' গ্রামসহ মোট ৫শ' গ্রাম হিরোইন জব্দ করা হয়। পরে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। জব্দ করা হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া বিকেলে আদালতের মধ্যেই তাদের রাজশাহী কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ