ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে স্পিনিং মিলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, ডিসেম্বর ৭, ২০১৭
গাজীপুরে স্পিনিং মিলে আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকায় ইশরাক স্পিনিং মিলস লিমিটেড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কারখানার নিজম্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, শ্রীপুরের মাধখোলা এলাকায় ইশরাক স্পিনিং মিলস লিমিটেড কারখানার টিনশেড ভবনে আগুন লাগে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  

তিনি বলেন, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ