ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, ডিসেম্বর ৬, ২০১৭
সৈয়দপুরে হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ১৪০ পুরিয়া হেরোইনসহ হীরা (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের হাতিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। হীরা ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের হাতিখানা এলাকা থেকে ১৪০ পুরিয়া হেরোইনসহ হীরাকে আটক করা হয়। পরে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, আটক হীরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।