ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ডিআরইউ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, ডিসেম্বর ৬, ২০১৭
ডিআরইউ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ডিআরইউ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটির নেতারা দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে বিদায়ী কমিটির কাছ থেকে বর্তমান কার্যমেয়াদের নবনির্বাচিতরা দায়িত্ব বুঝে নেন।

বিদায়ী কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও বিদায়ী সহ-সভাপতি আবু দারদা যোবায়ের।  

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতারা নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময় নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সংগঠন পরিচালনায় বিদায়ী কমিটির কর্মকর্তা ও সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি-২০১৮ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএইচ /এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।