ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় ট্যাংক লরি চাপায় পোল্ট্রি ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, ডিসেম্বর ৫, ২০১৭
বগুড়ায় ট্যাংক লরি চাপায় পোল্ট্রি ব্যবসায়ী নিহত

বগুড়া: বগুড়ার গোদাড়পাড়া এলাকায় ট্যাংক লরি চাপায় পোল্ট্রি ব্যবসায়ী রেজাউল করিম রেজা (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি রেজা শহরের এরুলিয়া শিকারপুর গ্রামের অছির উদ্দিন পাইকাড়ের ছেলে।

 

বগুড়া জেলা পোল্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রেজা মোটরসাইকেল যোগে ব্যবসায়িক কাজে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। নওগাঁ-বগুড়া মহাসড়কে গোদাড়পাড়া এলাকায় পৌঁছালে নওগাঁ গামী একটি ট্যাংক লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ির উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।