ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে বাসের ছাদ থেকে পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, ডিসেম্বর ৫, ২০১৭
রাঙামাটিতে বাসের ছাদ থেকে পড়ে যুবক নিহত

রাঙামাটি: রাঙামাটিতে চট্টগ্রামগামী একটি বাসের ছাদ থেকে পড়ে পূর্ণময় চাকমা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্ণময়ের বাড়ি রাঙামাটির বরকল উপজেলায়।

স্থানীয়রা জানায়, রাঙামাটির শিমুলতলী এলাকায় সৌদিয়া নামে একটি বাসের ছাদ থেকে পড়ে যান পূর্ণময়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শওকত আকবর তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।