ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, ডিসেম্বর ৫, ২০১৭
মাদারীপুরে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক ২

মাদারীপুর: মাদারীপুরে কানন মোড়ল (২২) নামে এক যুবকের হাত-পা বাঁধা ও স্কচটেপ দিয়ে মুখ আটকানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নিহতের বসতঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কানন মোড়ল রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মান্নান মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঠবাড়ি গ্রামের কানন মোড়লের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সর্বশেষ এলাকার একটি নারী সংশ্লিষ্ট ঘটনার সাক্ষী ছিলেন কানন। এ কারণে তাকে কয়েকবার হত্যার হুমকি দিয়ে আসছিল কতিপয় যুবক। এসব ঘটনার জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ বাংলানিউজকে বলেন, হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।