ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বিউটি পার্লারের আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, ডিসেম্বর ৫, ২০১৭
বিউটি পার্লারের আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২ আটকেরা-ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের এক বিউটি পার্লার থেকে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে জামসিং এলাকার একটি বিউটি পার্লার থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-সাভার জামসিং এলাকার আবুল হোসেনের মেয়ে শাহানাজ বেগম এবং গাজীপুরের শ্রীপুর কাওরাইত এলাকার সুরুজ আলীর মেয়ে রোমানা আক্তার।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিউটি পার্লার ব্যবসার আড়ালে তারা দীর্ঘদিন ধরে সাভারে মাদক ব্যবসা করছিলেন।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘন্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।