ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে মাদকসেবীর হামলায় এএসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, ফেব্রুয়ারি ২২, ২০১৭
পিরোজপুরে মাদকসেবীর হামলায় এএসআই আহত

পিরোজপুর: পিরোজপুরে মাদকসেবীর অস্ত্রের আঘাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঈনুদ্দিন (৩০) আহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পৌরসভার ধুপপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, রাতে ডিবি পুলিশের একটি দল ধুপপাশা এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালায়।

এসময় এএসআই মঈনুদ্দিন এক মাদকসেবীকে ধরে ফেলেন। পরে ওই মাদকসেবী তার সঙ্গে থাকা দা দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি জখম হন। পরে মঈনুদ্দিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. ইশতিয়াক আহম্মেদ বাংলানিউজকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার হাতে জখম হয়। এতে তার ডান হাতে আটটি সেলাই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।