ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

জাফলংয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, ফেব্রুয়ারি ২০, ২০১৭
জাফলংয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা

সিলেট: সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারিতে দুই শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম বাদী হয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতেই ৯ জনের বিরুদ্ধে মামলাটি (২০(৭)’১৭) দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ৬ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের সামসুজ্জামান, ওয়াহিদ উল্লাহ, আজমান আলী, বাচ্চু মিয়া, ভুলাই মিয়া ও গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের দুলাল মিয়া। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার বিকেলে জাফলংয়ে কোয়ারি ধসে দুই শ্রমিক নিহত হন। আহত হন আরও একজন। এ ঘটনায় তাৎক্ষণিক কোয়ারি মালিকসহ ছয়জনকে আটক করা হয়। এদিকে নিহত শ্রমিকদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।