ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় তেজপাতা আটকের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, ফেব্রুয়ারি ২০, ২০১৭
নেত্রকোনায় তেজপাতা আটকের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা নেত্রকোনায় তেজপাতা আটকের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা: নেত্রকোনায় ট্রাকভর্তি ভারতীয় তেজপাতাসহ আটক চারজনের বিরেদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘোষ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, নাটোর জেলার কান্দাইল গ্রামের সিফাত উল্লাহর ছেলে ট্রাকচালক ফুল মিয়া (৩৯), নারায়ণগঞ্জ জেলার একরামপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে চালকের সহকারী বাচ্চু মিয়া (৩৫), সুনামগঞ্জ জেলার তেলিগাঁও গ্রামের আবু ছাহেদের ছেলে শাজাহান (২৬) ও তেজপাতার মালিক মুসলিম উদ্দিনের ছেলে চুন্নু মিয়া (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর, সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাতে কলমাকান্দা উপজেলা থেকে নেত্রকোনা হয়ে তেজপাতা ভর্তি ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। দেড়টার দিকে ট্রাকটি শহরের পাড়লা এলাকার আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এসময় ৩৩ বস্তায় ১ হাজার ১৯০ কেজি তেজপাতাসহ তিনজনকে আটক করা হয়।

তেজপাতাগুলো ভারত থেকে অবৈধপথে দেশে আনা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।