ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে ১৫শ বোতল মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সুনামগঞ্জে ১৫শ বোতল মদ উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার বড় কাফন এলাকা থেকে ১৫শ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদরের এএসপি সুজন চন্দ সরকার বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় কাফন এলাকায় র‌্যাব সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল ওই এলাক‍ায় অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৫শ’ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক সুনামগঞ্জে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. হুমায়ুন কবীর পিএসসি ও  লে. কমান্ডার ফয়সল আহমদ এবং এএসপি সুজন চন্দ্র সরকার।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।