ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

পর্যটন বিকাশে রাঙামাটি জেলা পরিষদের ৬শ’ কোটি টাকার প্রকল্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
পর্যটন বিকাশে রাঙামাটি জেলা পরিষদের ৬শ’ কোটি টাকার প্রকল্প পর্যটন বিকাশে রাঙামাটি জেলা পরিষদের ৬শ’ কোটি টাকার প্রকল্প-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: পর্যটন শিল্পের উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ৬শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। বিপুল সম্ভাবনাকে সামনে রেখে জেলার পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে জেলা পরিষদ এরই মধ্যে মাস্টার প্ল্যান করেছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মানজারুল মান্নান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

সভায় জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।

সভায় জানানো হয়, জেলা পরিষদের মাস্টার প্ল্যান অনুযায়ী রাঙামাটি শহর ও এর আশপাশের এলাকা উন্নয়নের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।