ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে ২ দোকানে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সাভারে ২ দোকানে আগুন

সাভার (ঢাকা): সাভারের পশ্চিম রাজাশন এলাকায় আগুন লেগে দু’টি দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম রাজাশন এলাকার আমতলায় লাকড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।  

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে লাকড়ি ও এর পাশের আসবাবপত্রের একটি দোকান পুড়ে গেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,  ২০১৭
আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।