ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কোম্পানীগঞ্জে কোয়ারি ধসে ফের শ্রমিক মৃত্যুর ঘটনায় ওসি ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, ফেব্রুয়ারি ১১, ২০১৭
কোম্পানীগঞ্জে কোয়ারি ধসে ফের শ্রমিক মৃত্যুর ঘটনায় ওসি ক্লোজড

সিলেট: মাত্র ১৯ দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় পাথর কোয়ারিতে ধসে হতাহতের ঘটনায় ক্লোজ করা হয়েছে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) শাহ আরফিন টিলার উত্তরটিলা নামের স্থানে আব্দুল কাদির ও আব্দুল করিমের মালিকানাধীন কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক হতাহত হয়।

ঘটনার পরপরই প্রত্যাহার করা হয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলমকে। সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আরফিন টিলার পাথর কোয়ারিতে এবারের ধসেও তিনজন মারা গেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে পুলিশের তরফে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।

তিনি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার আসলামুজ্জামান ও উপ পরিদর্শক (এসআই) আরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া ও আবুল হোসেন বাংলানিউজকে বলেন, ওই কোয়ারিতে ৬/৭ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ৩ জন মাটি চাপা পড়ে মারা যান। বাকিরা আহত হয়েছেন।

এর আগে গত ২৩ জানুয়ারি সকালে কোম্পানীগঞ্জের আরফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলনের গর্তে নামেন ১৩ শ্রমিক। তাদের মধ্যে মাটি চাপায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।