ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে শিশুদের বর্ণ লিখন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বরিশালে শিশুদের বর্ণ লিখন প্রতিযোগিতা বরিশালে শিশুদের বর্ণ লিখন প্রতিযোগিতা-ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ এ প্রত্যয়ে বরিশালে শিশু শিক্ষার্থীদের মধ্যে বর্ণ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ব‌রিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কারক নাট্য সম্প্রদায়ের কারক স্বজন নামে একটি সংগঠন আয়ো‌জিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন ভাষা সৈনিক মো. ইউসুফ হোসেন।

অনুষ্ঠানের সমন্বয়ক কিশোর কর্মকার বাংলানিউজকে জানান, শিশুদের মধ্যে ভাষা সংগ্রামের প্রেরণা ও শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য এ আয়োজন।

এতে শূন্য থেকে নার্সারি শিশুদের জন্য স্বরবর্ণ আর প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যঞ্জনবর্ণ লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে নগরীর আটটি স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাষা সৈনিক মো. ইউসুফ হোসেন।
 
বরিশালে কারক স্বজন সপ্তমবারের মতো এ বর্ণ লিখন প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করলো।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএস/আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।