ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

সর্বত্র বাংলা প্রয়োগের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সর্বত্র বাংলা প্রয়োগের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ময়মনসিংহের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সর্বত্র বাংলা ভাষার সর্বোচ্চ প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছে সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘ ময়মনসিংহ শাখা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন করে তারা।

এতে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি কামরুজ্জামান, আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, এবি মিডিয়ার সুজয় বসাক, দৈনিক কালের কণ্ঠের পাঠকদের সংগঠন শুভ সংঘের মাসুম আহমেদ, ইমন খান, আবু রেজা, ময়মনসিংহ আওয়ামী মৎসজীবী লীগ নেতা মো. আরজু শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অফিস-আদালত, ব্যাংক-বীমা, বহুজাতিক কোম্পানিসহ সর্বস্তরে বাংলাভাষার সর্বোচ্চ প্রয়োগের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।