ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বাল্যবিয়ে আয়োজন, মেয়ের অভিযোগে বাবার জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৪, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বাল্যবিয়ে আয়োজন, মেয়ের অভিযোগে বাবার জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে বাবার বিরুদ্ধে জোর করে বাল্যবিয়ে আয়োজনের অভিযোগ করেছে এক স্কুলছাত্রী (১৪)। অভিযোগ পেয়ে ওই ছাত্রীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলার কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের কালবৈরভ গ্রামের ছকমল হোসেনকে (৪৫) এ জরিমানা করা হয়। জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভ‍ূমি) মামুন মিয়া।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করে তার পরিবার। পরে বিষয়টি ওই স্কুলছাত্রী কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‍জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই স্কুলছাত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা ছকমলকে আটক করে।

পরে ছকমলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক বাল্যবিয়ের আয়োজন করার দায়ে তাকে এক হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।