ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কালিগঞ্জে ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৩, ফেব্রুয়ারি ১১, ২০১৭
কালিগঞ্জে ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপ‌জেলায় ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল গফ্ফার নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়া‌রি) সকাল ১০টার দিকে উপজেলার বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল গফ্ফার কালিগঞ্জ পাইলট হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম বাংলা‌নিউজ‌কে জানান, সকালে বাইসাইকেলে করে গফফার স্কুলে যাচ্ছিলো। সে বাঁশতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রলি তাকে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থলেই সে মারা যায়।

ট্রলিটি আটক করা হলে ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। গফ্ফারের মর‌দেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।