ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

জামালপুরে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, ফেব্রুয়ারি ৯, ২০১৭
জামালপুরে জেএমবি সদস্য গ্রেফতার

জামালপুরঃ জামালপুর সদরের বামুনজি বিল এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় আলবেরুনী সবুজ নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামুনজি বিল এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র তালিকাভুক্ত সদস্য আলবেরুনী সবুজকে গ্রেফতার করা হয়।

সবুজ দীর্ঘদিন ধরে সদর উপজেলায় জেএমবি’র কার্যক্রম চালিয়ে আসছেন বলেও জানান ওসি নাসিমুল।

তিনি আরও জানান, সদর উপজেলায় জেএমবি’র নেটওর্য়াক এর তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময় ০০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।