ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

মঠবাড়িয়ায় ছাদ থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, ফেব্রুয়ারি ৯, ২০১৭
মঠবাড়িয়ায় ছাদ থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকার একটি তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে মঞ্জিলা (১২) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ব্যাংক মঠবাড়িয়া শাখার কর্মকর্তা এম এ রবের ভাড়া বাসায় গৃহকর্মী মঞ্জিলা এক বছর ধরে কাজ করত।

নিহত শিশুটির বাড়ি খুলনার ছোট বয়রা এলাকায়। মঞ্জিলা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনতলা বাসার ছাদ থেকে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান।
 
ব্যাংক কর্মকর্তা এম এ রব জানান, তিনি ঘটনার সময় ব্যাংকে ছিলেন। তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। ধারনা করা হচ্ছে মেয়েটি ছাদ থেকে শুকানো কাপড় আনতে গিয়ে পা ফসকে পড়ে যেতে পারে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময় ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।