ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, ফেব্রুয়ারি ৯, ২০১৭
মাগুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২ মাগুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৫টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- শফিকুল (৩০), শফিউল (৩০), সোহেল (৩২), বাবর আলী (৪০) ও শমশের শেখকে (৩২) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শ্রীকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বাংলানিউজকে জানান, গত ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করায় বর্তমান চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকরা তার সমর্থকদের ওপর একের পর এক হামলা ও ভাঙচুর করে আসছেন। এরই জের ধরে সকাল থেকে বর্তমান চেয়ারম্যানের লোকজন তার বাড়িসহ সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা তার বাড়িতে থাকা ২টি ট্রাক, একটি ট্রাক্টর, একটি প্রাইভেটকার ও বাড়ির দেয়ালসহ দরজা-জানালা ভাঙচুর করেন।

এছাড়াও হামলাকারীরা ওই এলাকার নজরুল, ইনতাজ, মজিদ, মিজানুর, জিহাদ, ওলিয়ার, লাবু খান, বাবু খান, মোকাদ্দেস, জিল্লু ও বাদশাসহ কমপক্ষে ১৫টি বাড়িতে ভাঙচুর করেছে ও একাধিক গরু লুট করে নিয়ে গেছেন।

অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম বাংলানিউজকে জানান, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি সব সময়ই এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করে আসছি। কিন্তু সাবেক চেয়ারম্যান ও তার লোকজন নানাভাবে এলাকায় অশান্তি করার চেষ্টায় থাকেন। দুইদিন আগেও তারা লিয়াকত মেম্বার ও কবিরকে মারপিট ও দুইজন নারীর শ্লীলতাহানি করেছে। ’

এছাড়া সকালে সাবেক চেয়ারম্যানের লোকজন পূর্ব শ্রীকোল গ্রামের দু’টি বাড়িঘর ভাঙচুর করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।

মাগুরা পুলিশ সুপার (এসপি) মুনিবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ফের সংঘর্ষে আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এসপি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।