ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুরঞ্জিতের পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, ফেব্রুয়ারি ৯, ২০১৭
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুরঞ্জিতের পরিবার

ঢাকা: সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এর স্ত্রী ড. জয়া সেনগুপ্ত ও তার একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের পুত্রবধূ রাখী সেনগুপ্ত, তার মা মায়ারানী ভৌমিক এবং সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক।

প্রধানমন্ত্রীকে এ সময় সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন তারা। একই সঙ্গে আগামীতে সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের ভালোমন্দের দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।  

সাক্ষাতকালে জয়া সেনগুপ্ত প্রধানমন্ত্রীকে বলেন, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে আশ্বস্থ করে বলেন, অবশ্যই যে কোন বিষয়ে আপনারা আমার কাছে আসবেন।

এছাড়া সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসন শূন্য হওয়ায় ওই আসনে উপ-নির্বাচনে তার পরিবারের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টিতেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কামরুল হক।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।