ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১২, ফেব্রুয়ারি ৯, ২০১৭
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মাকসুদুল করিম রায়হান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, মাকসুদুল মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরায় কর্মস্থলে যাচ্ছিলেন।

পথিমধ্যে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়, যাতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে উপস্থিত হলে জানা যায়, তার বাবার নাম মীরন নবী ভূঁইয়া, তিনি মোহাম্মদপুর এলাকায় চাঁন মিয়ার হাউজিংয়ে থাকতেন। উত্তরায় একটি পিৎজাহাটে চাকরি করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।