ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

সাদুল্যাপুরে মাদক ব্যবসায়ীসহ ১৬ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সাদুল্যাপুরে মাদক ব্যবসায়ীসহ ১৬ জন কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নয় মাদক ব্যবসায়ীসহ ১৬ জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় তাদের কারাগারে পাঠানো হয়। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন- খলিলুর রহমান (৪১), রতন মিয়া (৩৬), জামায়াত আলী (৩২), মোস্তাফিজুর রহমান মোস্তা (২৩), ইদ্রজিত সরকার (৪৪), সঞ্চয় কুমার (২৬), সুজন সরকার (২৩), বাবলু সর্দার (৩৬) ও শহিদুল ইসলাম (৩৯)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

সাদুল্যাপুর থানার উপ পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বাংলানিউজকে জানান, আটক নয় জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজেকে জানান, বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।