ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

ধুনটে পলাতক আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, ফেব্রুয়ারি ৫, ২০১৭
ধুনটে পলাতক আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বগুড়ার শেরপুর শহরের বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলম উপজেলার চিকাশি সোনারগাঁ গ্রামের মেছের আলী প্রামানিকের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১৯ জুন (শুক্রবার) সকাল ১১টায় ধুনট থানার অফিসার ইনচার্জের (তদন্ত) কক্ষ থেকে আলম পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সকালে শেরপুর শহরের বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলমের বিরুদ্ধে ধুনট ও শেরপুর থানায় একাধিক মামালা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।