ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবানে অপহৃত পাড়া কার্বারী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বান্দরবানে অপহৃত পাড়া কার্বারী উদ্ধার

বান্দরবান: অপহরণের দুইদিন পর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পাড়াপ্রধান কার্বারী মং‌শৈথুই মারমা‌কে আহত অবস্থায় উদ্ধার করেছে সেনাবা‌হিনী।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে রোয়াংছ‌ড়ি উপজেলার বেতছড়া‌ থে‌কে উদ্ধার করা হয়।

আইন-শৃঙ্খলা বা‌হিনী ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে অস্ত্রের মুখে রোয়াংছ‌ড়ি উপজেলার বাঘমারা ভেতরপাড়া থে‌কে কার্বারী মং‌শৈথুইকে অপরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এর পর থেকে তাকে উদ্ধা‌রে সেনাবা‌হিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও সম্ভাব্য স্থানে অ‌ভিযান চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে গহীণ অর‌ণ্যে ছেড়ে দিয়ে পা‌লি‌য়ে যায়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় বেতছড়া ইউ‌নিয়‌নের গহীন অরণ্য থে‌কে উদ্ধার করে‌ বেতছড়া আর্মি ক্যাম্পে নিয়ে যায় সেনাবা‌হিনী। তার মাথা ও শরী‌রে আঘা‌তের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

বান্দরবান সেনাবা‌হিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট ক‌র্নেল ম‌শিউর রহমান উদ্ধারের সত্যতা নি‌শ্চিত ক‌রে বাংলানিউজকে জানান, অপহৃত কার্বারী মং‌শৈথুই মারমা‌কে আহত অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌কে উন্নত চিকিৎসার জন্য জেলা সদ‌র হাসপাতালে নি‌য়ে যাওয়া হয়েছে।
শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার নুয়াপতং ইউনিয়নের বাঘমারা ভেতরপাড়ার পাড়া প্রধান ও আওয়ামী লীগ নেতা মংশৈথুই মারমাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।