ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, ফেব্রুয়ারি ৫, ২০১৭
ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন। ছবি: কাশেম হারুন

ঢাকা: ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার (০৫ ফেব্রুয়ারি) ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টা থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হচ্ছে।  

ইতোমধ্যে শ্রদ্ধা জানিয়েছেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, ঐক্য ন্যাপের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষের নেতৃত্বে মিশনের ভক্তবৃন্দ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর নেতৃত্বে পুজা উদযাপন পরিষদ, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম সামসুজ্জামান, স্থানীয় এমপি হাজি সেলিম, আ.লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আদশ সাইকি, পলিটিক্যাল সেক্রেটারি রাজেশ উকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসকে/পিসি
**ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিতের মরদেহ

**সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।