ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

শেরপুরের ব্যবসায়ী ওমর ফারুকের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, ফেব্রুয়ারি ৫, ২০১৭
শেরপুরের ব্যবসায়ী ওমর ফারুকের ইন্তেকাল

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ব্যবসায়ী ওমর ফারুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। তিনি বাংলানিউজের বগুড়ার স্টাফ করেসপন্ডেন্ট বেলাল হোসেনের চাচাতো ভাই। ওমর ফারুক শেরপুর উপজেলার হামছায়াপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দি‍বাগত রাত ৯টার দিকে হামছায়াপুরস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের হামছায়াপুরস্থ বাসভবনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ব্যবসায়ী ওমর ফারুকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিদাতারা হলেন -শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সহ-সভাপতি সবুজ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত বসাক, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদ বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক শাহজামাল কামাল, নির্বাহী সদস্য মুনসী সাইফুল বারী ডাবলু, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মান্নান, আব্দুল আলীম প্রমুখ।

বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।