ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

রোববার সিঙ্গাপুর নেয়া হতে পারে সুরঞ্জিত সেনকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, ফেব্রুয়ারি ৪, ২০১৭
 রোববার সিঙ্গাপুর নেয়া হতে পারে সুরঞ্জিত সেনকে

ঢাকা: শারীরিক অবস্থার উন্নতি ঘটলে এয়ার অ্যাম্বুলেন্সে রোববার ( ৫ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর নেয়া হতে পারে ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন তার একান্ত সহকারী কামরুল ইসলাম।

তিনি বলেন, রোববার সকাল দশটার দিকে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য বোর্ড মিটিংয়ে বসবেন।

যদি এর মধ্যে সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটে, তবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হতে পারে।

এর আগে ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যায় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ভর্তি করা হয় সুরঞ্জিত সেনকে। পরে অবস্থার অবনতি ঘটলে শনিবার (ফেব্রুয়ারি ৪) রাত ১০টা ২০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এদিকে সুরঞ্জিত সেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শনিবার মধ্যরাতে ল্যাবএইড হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

*সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে

*এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্তকে

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭/আপডেট ০২৩৩ ঘণ্টা
এসএম/এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।