ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীর সাবিহা এখন হৃদয়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ফেনীর সাবিহা এখন হৃদয়! ছেলেতে রূপান্তর হওয়া হৃদয়

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় একটি মেয়ে হঠাৎ ছেলেতে রূপান্তরিত হয়েছে বলে দাবি করেছেন মেয়েটির বাবা শফিকুর রহমান পাটোয়ারি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের নুরপুর গ্রামের শফিকুর রহমান পাটোয়ারির মেয়ে বিবি জোলেখা খাতুন সাবিহার (১৫) আচার-আচরণে লক্ষ্যণীয় পরিবর্তন আসে। তার চলন-বলন অনেকটা ছেলেদের মতো হয়ে যায়।

সে রাহাতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে তার বাবার দাবি, জিনদের ইচ্ছায় তার মেয়ে ছেলে হয়ে গেছে। ১ ফেব্রুয়ারি থেকে মেয়ের আচরণে পরিবর্তনের পাশাপাশি লিঙ্গও পরিবর্তন হয়ে গেছে। এরপর সাবিহার চুল ছেলেদের মতো করে কেটে ফেলা হয়েছে। তাকে খাৎনা করিয়ে নাম রাখা হয়েছে হৃদয় চৌধুরী শুভ।

এদিকে, এ ঘটনা জানাজানি হওয়ার পর শতশত মানুষ মেয়েটিকে দেখতে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

ছেলেতে রূপান্তর হওয়া হৃদয়

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুদ্দিন ইলিয়াছ জানান, হরমোনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। শরীরে মেয়েলি হরমোনের চেয়ে পুরুষের হরমোনের আধিক্য দেখা দিলে লিঙ্গ পরিবর্তন হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এর অনেক নজির আছে।

জি এম হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হকও বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।