ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুল শিক্ষকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।  

শনিবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার ভূঁইগড় পশ্চিমপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে।
 
স্কুল শিক্ষক শামীমের বাবা নুরুল ইসলাম জানান, শুক্রবার তার বাড়িতে অনেক মেহমান ছিলো।

রাতেই বেশির ভাগ মেহমান যার যার বাড়িতে চলে যান। শনিবার ভোর রাতে ৮/১০ জনের একটি ডাকাত দল গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে তার ছেলে শামীমের রুমে ঢুকে। ঐ সময় শামীম ও ছেলের স্ত্রীর হাতা পা ও মুখ বেঁধে নিচে ফেলে রাখে।

পরে ডাকাতরা তাদের বাড়িসহ আশে পাশের অন্যদের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে ডাকাতি করে। এসময় ডাকাতরা তার ছেলে শামীমের ঘরে থাকা ৪/৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ প্রায় ৫০ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা পরিকল্পিত ভাবে এঘটনা ঘটিয়েছে।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সত্যতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ঘটনা নয়। আর তারা অভিযোগ দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।