ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন মানববন্ধন-সমাবেশে সাংবাদিকরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন-সমাবেশ করেছে কর্মরত সাংবাদিক ও সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের স্টেশন রোডে এলাকার বগুড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকতা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে। এ পেশায় কর্মরতদের একদিকে যেমন রুজি-রুটির জন্য লড়াই করতে হচ্ছে, অন্যদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সমাজের প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের বিরাগভাজন হতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শাহজাদপুরে হামলার শিকার হয়েছেন সাংবাদিক শিমুল।

বিগত দিনে সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনাগুলোর যথাযথ বিচার না হওয়ায় এখনও সাংবাদিকদের ওপর হত্যা, নির্যাতন ও হামলা অব্যাহত রয়েছে।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না করা হলে এ পেশায় কেউ টিকে থাকতে পারবে না।

তারা নিহত সাংবাদিক শিমুলের পরিবারের পাশে দাঁড়াতে সমকাল কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান।

সমকালের ব্যুরো প্রধান মোহন আখন্দের সঞ্চালনায় মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জিএম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি জিয়া শাহীন ও আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সিনিয়র সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, চপল সাহা, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, সাংবাদিক মেহেরুল সুজন, আব্দুর রহমান টুলু, নাছিমা সুলতানা ছুটু, ফরহাদুজ্জামান শাহী, সমকাল পাঠক ফোরাম সুহৃদ’র উপদেষ্টা আসাদুর রহমান কাজল, সভাপতি মুনশি তারিকুল আলম ডলার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৪, ২০১৭
এমবিএইচ/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।