ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ফেব্রুয়ারি ৪, ২০১৭
নেত্রকোনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু নেত্রকোনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

নেত্রকোনা: নেত্রকোনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে পুরাতন কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। মেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহ্ফুজুর রহমান, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, রাজনীতিবিদ নূর খান মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।