ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- শহরের নয়াবাজার বানিচাঁদ রোডের নেজাম খানের ছেলে আসিফ (২১) ও সাহেবপাড়ার শাহজাহান আলীর ছেলে সোহেলরানা (২৫)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলের মাধ্যমে মাদকের ব্যবসা করে আসছিলেন। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে ইয়াবা বিক্রির সময় ৪০পিস ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।