ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

পাবনা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। এ ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে ছোটখাট কোন্দল থাকা অস্বাভাবিক নয়, তবে সীমালঙ্ঘনকারীদের অপরাধের দায় আওয়ামী লীগ নেবে না।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চার শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হকসহ অনেকে ছিলেন।  

পরে স্বাস্থ্যমন্ত্রী পাবনা ডায়াবেটিক সমিতির ভূমি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, পাবনা ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে শহরের আব্দুল হামিদ রোডে স্বাস্থ্য বিভাগের জায়গায় কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই জায়গাটি ডায়াবেটিক সমিতির অনুকূলে স্থায়ী বন্দোবস্ত দেয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।