ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

শিমুল হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শিমুল হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন শিমুল হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

ফেনী: সিরাজগঞ্জের সাজাদপুর পৌর মেয়রের গুলিতে সাংবাদিক আব্দুল হামিদ শিমুল হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সমকালের স্টাফ রিপোর্টার শাহ জালাল রতনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ফেনী প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আক্তার, রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ওসমান হানুর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, সাংবাদিক যতন মজুমদার, এমএ সাঈদ খান, এনএন জীবন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, হিউম্যান রাইটার্স রিভিউ সোসাইটির অতিরিক্ত পরিচালক কাজী মিজানুর রাহমান, দাগনভূঁইয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সমকালের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।