ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

শিমুল হত্যার বিচার দাবিতে নওগাঁয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শিমুল হত্যার বিচার দাবিতে নওগাঁয়ে মানববন্ধন শিমুল হত্যার বিচার দাবিতে নওগাঁয়ে মানববন্ধন

নওগাঁ: সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে নওগাঁয়ে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সমকালের সুহৃদ সমাবেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোশারোফ হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক শফিক ছোটন, রায়হান আলম, আসাদুর রহমান জয়, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।