ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, ফেব্রুয়ারি ৪, ২০১৭
মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাসেল বাংলানিউজকে জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে।

বর্তমানে তারা মোহাম্মদপুর বছিলার একটি বস্তিতে থাকেন, তার বাবা দিনমজুরের কাজ করতেন।

সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বছিলায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তার বাবাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।