ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১১, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভোলা: ঘন কুয়াশা ও নদীর নাব্যতা সংকটের কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে ফেরি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

ভোরে ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

তাই ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় প্রায় ৩০টি যানবাহন নিয়ে কৃষাণী, করোবি ও কনকচাঁপা নামে তিনটি ফেরি মতিরহাট ও রহমতখালী পয়েন্টে আটকা পড়ে।

ফেরির ইনচার্জ আবু আলম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এরপর আটকে পড়া ফেরিগুলো গন্তব্যে পৌঁছায়।
 
তবে চার ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় উভয়ঘাটে কিছু যানবাহন আটকা পড়েছে। ধীরে ধীরে আটকে পড়া গাড়ির চাপ কমতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।